Sunday, July 27 2025

9 AM - 5 PM
Sunday, Jul 27, 2025 9 a.m.
Social Activities

বর্তমান আর্থিক বছরের " রক্তদান উৎসব " এর জন্য জরুরী ভিত্তিতে আগামী ২৭ শে জুলাই, রবিবার দিনটি নির্ধারিত হয়েছে। গতবারের মতো এবছরেও সরকারী ব্লাড ব্যাঙ্কে রক্তদানের জন্য 'অ্যাসোসিয়েশন অব ভোলান্টিয়ারী ব্লাড ডোনার্স' এর সহায়তা গ্রহণ করা হবে। ৫০ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা স্থির করে নিয়ে আমাদের সমস্ত প্রচার মাধ্যম যেমন ব্যানার, ই -পোস্টার , ব্যক্তিগত স্তরে যোগাযোগ ইত্যাদির আয়োজন দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। রক্তদান করতে সক্ষম এমন যুব/ তরুণ সদস্যদের এবং সমস্ত সদস্যদের স্বজন ও বন্ধুদেরও রক্তদান উৎসবে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাই। 

ঐ একই দিনে আমরা CPR and Artificial Respiration Training এর ব্যবস্থাও থাকবে।
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়া মানুষ কে সাময়িক স্বস্তি দেওয়ার কাজে এই দুই ' প্রাথমিক চিকিৎসা' সম্পর্কে জানা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।