নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন
আনন্দ সংবাদ, নামসার ১৮তম পুনর্মিলন উৎসব আগামী ১১ই জানুয়ারি, ২০২৬ স্কুল প্রাঙ্গণে, সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে চলেছে। নবীন ও প্রবীণ প্রাক্তনীদের উৎসাহ ও সহযোগিতাকে পাথেয় করে নামসা এবছর উপহার দিতে চলেছে সারাদিন ব্যাপী বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান।
আসুন আমরা সবাই আবার ফিরে আসি সেই ইস্কুল বেলায়। একদম সকাল ১০টার দেরি না করে। সবার উপস্থিতি একান্ত প্রার্থনীয়। খেলাধুলা, বিনোদন, গান-বাজনা, গল্প ও আড্ডা নিয়ে সারাদিন আনন্দে মেতে উঠি।
আজ এখানেই থাক। বাকী কথা তোলা থাক ১১ তারিখের জন্য।
অরুণাভ রায়চৌধুরী | কৌশিক চক্রবর্তী | শুচিব্রত গঙ্গোপাধ্যায়
সম্পাদক | আহ্বায়ক | সভাপতি
— নামসার পুনর্মিলন উৎসব ২০২৬ —
সমগ্র কর্মসূচী
| ১। রেজিস্ট্রেশন |
১০.৩০ |
| ২। নামসা পতাকা উত্তোলন |
১১.০০ |
| ৩। উদ্বোধনী বক্তৃতা |
১১.৩০ |
| ৪। সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ
● শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সম্বর্ধনা ১১.৪৫
● শিক্ষাবর্ষের মেধা পুরস্কার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১২.১৫
|
| ৫। মধ্যাহ্ন ভোজন |
১.৩০ |
| ৬। ৭৫ ব্যাচের প্রাক্তনীদের সম্বর্ধনা |
২.৩০ |
| ৭। খেলাধুলা ও বিনোদন |
৩.৩০ |
| ৮। পর্বত আরোহী অভিষেক ঘোষকে সম্বর্ধনা |
৫.০০ |
| ৯। আমন্ত্রিত সংগীত শিল্পী সপ্তক ভট্টাচার্যের গান |
৬.০০ |
তারিখ : ১১ই জানুয়ারি
সময় : ১০ টায়
স্থান : নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল প্রাঙ্গন