আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাংলা ভাষা এবং বিজ্ঞান চর্চা বিষয়ে আগ্রহ বৃদ্ধি ও মান উন্নয়ের উদ্দ্যেশে "নামসা'  প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকে। সেই ধারাবাহিকতায়, "তুষার কান্তি নাগ ফাউন্ডেশন" এর সহায়তায় আরেকটি সংযোজন হতে চলেছে ৭ই নভেম্বর ২০২৫, শুক্রবার বেহালার শরৎ সদন প্রেক্ষাগৃহে (সকাল ৯:৩০ - দুপুর ২:০০) ।

এই অনুষ্ঠানটি বিশেষ বৈশিষ্ঠ পূর্ণ । কেননা ছাত্রদের মান উন্নয়ন ও কল্যাণ সাধনে, "নামসা"  তার পরিধি বিস্তৃত করতে চলেছে । উপস্থিত থাকবে স্থানীয় অঞ্চলের বাংলা মাধ্যম স্কুলের বিজ্ঞান বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা । সভার মূল বিষয় - "বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শন" । 

অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশিষ্ট বিজ্ঞানী ডঃ দেবীপ্রসাদ দুয়ারী মহাশয়ের অডিওভিজ্যুয়াল বক্তৃতা - "মহাবিশ্বের সন্ধানে"। ড: দুয়ারী এম পি বিড়লা তারামণ্ডলের প্রাক্তন পরিচালক। শিক্ষক ও বিজ্ঞান প্রচারক হিসেবেও বিশেষভাবে পরিচিত। 
দ্বিতীয় পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শন করবে নিউ আলিপুর, বেহালা সহ স্থানীয় অঞ্চলের আমন্ত্রিত ছাত্র-ছাত্রীরা ।
অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র-ছাত্রীকে  নামসা'র পক্ষ থেকে একটি করে শংসাপত্র দেবার ব্যবস্থা হয়েছে । সাথে থাকবে একটি জলখাবারের প্যাকেট ।