বাৎসরিক বৃত্তি প্রদান অনুষ্ঠান ঘোষণা ২০২৫
আগামী ১৯ শে জুলাই, শনিবার, সকাল ১১-০০টায় নামসার বাৎসরিক বৃত্তি প্রদান অনুষ্ঠান। প্রকৃতপক্ষে ২০২৪-২৫ অর্থ বৎসরের এই বৃত্তি প্রদানের কাজ নানা কারণে কিছুটা বিলম্বিত। বৃত্তি প্রাপকদের সংখ্যা ১) পঞ্চম শ্রেণী- ৬, সপ্তম শ্রেণী- ১০ ( বিশেষ আর্থিক সহায়তা), অষ্টম শ্রেণী- ৮,নবম শ্রেণী- ৪ এবং একাদশ শ্রেণীর- ৬। তুষার কান্তি নাগ ফাউন্ডেশনের সহায়তায় এবং নামসার আজীবন সদস্যদের অকুণ্ঠ সহযোগিতায় এই বছরের মোট আর্থিক অনুদানের পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা।
এই অনুষ্ঠানের সাথে আর একটি বিষয় এই বছর সংযোজিত হয়েছে। সায়েন্স সিটি প্রজেক্টের প্রতিযোগিতার ফলাফল এর ভিত্তিতে প্রথম দুটি স্থানাধিকারী দলকে পুরস্কৃত করা হবে। দুটি দলের অংশগ্রহনকারী ছাত্রদের জন্য থাকবে ব্যক্তিগত পুরস্কার।
সব মিলিয়ে এবছরের এই বৃত্তি ও পুরস্কারের আয়োজনে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এবার সদস্যদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সফল হয়ে উঠুক।
নামসার পক্ষ থেকে।
কলকাতা, ১৩ জুলাই, ২০২৫।