https://www.namsaa.in/mission-vision/
Vision & Mission
Our Vision
A vibrant and connected alumni community that finds joy in bonding, planning, and celebrating as one extended family, united by a common purpose to contribute meaningfully by improving our school's infrastructure and facilities, nurturing a healthy environment, and the holistic growth of its students, thereby elevating its legacy of excellence.
—— ✦ ——
প্রাণশক্তিতে ভরপুর আমাদের প্রাক্তন ছাত্র-সংসদ একটি বর্ধিত পরিবারের মতই সম্মিলিত পরিকল্পনায় আনন্দ উদযাপনে উৎসাহী। আমাদের বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামোর শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সার্বিক মান উন্নয়নে এবং বিদ্যালয়ের ঐতিহ্যময় উৎকর্ষকে অটুট রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উৎসাহ নিয়ে এগিয়ে চলাই সংগঠনের উদ্দেশ্য।
Our Mission
- Foster meaningful connections among alumni and their families through regular events, reunions, and initiatives that celebrate shared memories and experiences.
- Extend our collective strength and resources to provide support and aid during natural disasters and contribute meaningfully to various social causes.
- Actively contribute to the tangible improvement of our school's infrastructure and facilities to enhance the learning environment.
- Promote and support initiatives that nurture a healthy and sustainable environment for the school community.
- Support the holistic growth and development of current students through various programs and activities.
- Work collaboratively to elevate the legacy of excellence of our alma mater through purposeful contributions.
—— ✦ ——
- নিয়মিত অনুষ্ঠান, পুনর্মিলন উৎসব এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারের মধ্যে পরস্পরের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে অর্থপূর্ণ সংযোগ গড়ে তোলা ।
- আমাদের সম্মিলিত শক্তি এবং সম্পদ নিয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য ও সহায়তা করা এবং বিভিন্ন সামাজিক কাজে অর্থপূর্ণ অবদান রাখা ।
- শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য আমাদের বিদ্যালয়ের পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার বাস্তব উন্নতিতে সক্রিয়ভাবে অবদান রাখা ।
- বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকল সম্প্রদায়ের জন্য একটি দীর্ঘমেয়াদী সুস্থ পরিবেশ লালন করার উদ্যোগগুলিকে প্রচার এবং সমর্থন করা ।
- বিভিন্ন অনুষ্ঠান এবং কার্যকলাপের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের সামগ্রিক বৃদ্ধি এবং বিকাশকে সাহায্য করা ।
- অভীষ্টদায়ক অবদানের মাধ্যমে আমাদের মাতৃশিক্ষায়তনের শ্রেষ্ঠত্বের উত্তরাধিকারের উন্নতিসাধনে যৌথভাবে কাজ করা ।